রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শহরেও ১৫ থেকে ১৮ বছর বয়সী স্কুল পড়ুয়াদের করোনা টিকা প্রদান শুরু হবে। কাঁথিতে প্রথম বড় সিভিসি ইউনিট অর্থাৎ কোভিড ভ্যাকসিন সেন্টার হিসাবে হিন্দু বালিকা বিদ্যালয় দিয়ে শুরু হচ্ছে এই টিকাকরণ কর্মসূচি।তবে শুধু শুধু কাঁথি শহর নয়, তমলুক,হলদিয়া,কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন প্রান্তে এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি সংক্রান্ত কাজ সরজমিনে খতিয়ে দেখতে রবিবার সকালে হিন্দু বালিকা বিদ্যালয়ে যান কাঁথির পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী,প্রশাসক মন্ডলীর সদস্য(স্বাস্থ্য) সুপ্রকাশ গিরি, কোভিড নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক, কাঁথি লায়ন্স ক্লাবে সভাপতি তথা কাঁথি পৌরসভার হেলথ কো অর্ডিনেটার সুস্মিত মিশ্র প্রমুখ।হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা শাসমলের উপস্থিতিতে সমস্তটা প্রস্তুতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন ।
কাঁথি পৌরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী ও প্রশাসক মন্ডলীর সদস্য(স্বাস্থ্য) সুপ্রকাশ গিরি জানিয়েছেন করোনার প্রকোপ রোধে মানুষদের সচেতন করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।ইতিমধ্যে প্রচার গাড়ি ঘুরছে।মোড়ে মোড়ে স্ট্রিট কর্নার করা হচ্ছে।রাস্তায় বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে ।পৌর নীতি নির্ধারকেরা জানিয়েছেন কোন অবস্থাতেই করোনা প্রতিরোধ নিয়ে কোন অবহেলা বরদাস্ত করা হবেনা।প্রয়োজনে পুলিশ প্রশাসনকে নজরদারির কাজে লাগানো হবে ।
কোভিড নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক বলেন আগামী
১০ তারিখ থেকে শুরু হচ্ছে স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইন ওয়ার্কার এবং ৬০ বছর বয়সের বেশি মানুষজনদের অর্থাৎ সিনিয়র সিটিজেনদের তৃতীয় ডোজ।
বা বুস্টার ডোজ। যাদের দ্বিতীয় ডোজ ৩৯ সপ্তাহ বা ৯ মাস আগে নেওয়া হয়ে গিয়েছে।
সবাই অতি অবশ্যই এই বুস্টার ডোজ নিয়ে নেওয়ার জন্য আবেদনও করেন।বলেন কোন বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। যদি নেহাতই বাড়ির বাইরে বেরোতে হয় তবে সঠিকভাবে মাস্ক পরবেন ।দেখবেন যেন সব সময় নাক এবং মুখ ভালোভাবে ঢাকা থাকে।