কাঁথি লায়ন্স ক্লাবের ডায়াবিটিস পক্ষ উদযাপন

 



পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ান মাল্টিপল ওয়ান অ্যাক্টিভিটির "ওয়াক আউট অফ ডায়াবিটিস" কর্মসূচীর অঙ্গ হিসাবে পালন করা হচ্ছে ডায়াবিটিস পক্ষ।

গত ১৪ তারিখ কন্টাই চৌরঙ্গী লায়ন্স ক্লাব ও কন্টাই দারুয়া লায়ন্স ক্লাবকে সাথে নিয়ে শহরে পদযাত্রার আয়োজন করা হয় ।এর পর ১৫ নভেম্বর থেকে প্রতিদিন ভোলানাথ মেমরিয়াল চক্ষু হাসপাতালে সকাল ৯টা থেকে ১১টা অবধি বিনামুল্যে ডায়াবিটিস নির্নয় শিবির অনুষ্ঠিত হচ্ছে।আগামী ২৯ নভেম্বর অবধি এই শিবির চলবে ।





কাঁথি লায়ন্স ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান ডাঃ জি কে ঘোষ জানিয়েছেন শিবিরের উদ্বোধন করেছেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মীনাক্ষ মাইতি।বলেন ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা,প্রতিষ্ঠাতা সদস্য বারিদ বরন মন্ডল প্রমুখের নেতৃত্বে চলছে এই শিবির।প্রতিদিন গড়ে ৫০ জন মানুষ বিনামুল্যে তাঁদের সুগার নির্নয় করে যাচ্ছেন ভোলানাথ চক্ষু হাসপাতালে এসে ।আগামী কয়েক দিনের মধ্যে ডায়াবিটিস সচেতনতা বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন