কাঁথি লায়ন্স ক্লাবের ইতিহাস সমৃদ্ধ ভিডিও সিডির উদ্বোধন

 


কাঁথি লায়ন্স ক্লাব।গত ১৯৭৪ সালে পথচলা শুরু করে আন্তর্জাতিক এই সংগঠনটি।অধুনা অখন্ড কাঁথি মহকুমার একমাত্র এই লায়ন্স ক্লাবটি ৫০ বছরের দোরগোড়ায়। অনেক টানাপোড়ন-ভাল-মন্দের ইতিহাস জড়িয়ে আছে ।সেই ইতিহাসকে এবার একত্রিত করে একটি ভিডিও সিডি প্রকাশ করলো কাঁথি লায়ন্স ক্লাব।

গত রবিবার স্কুল ডি লাইটের সভাগৃহে শিশু চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে এই সিডির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোন চেয়ারম্যান সুবিমল মাইতি। উল্লেখ ডাঃ গৌতম জানা কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি থাকাকালীন ভিডিও সিডি প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন। 

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন ক্লাবের থার্ড ভাইস প্রেসিডেন্ট শান্তনু গিরির ঐকান্তিক প্রচেষ্টার ফল এই সিডি ।বলেন এই ভিডিও সিডি শুধু কাঁথি লায়ন্স ক্লাব নয়,গত প্রায় ৫০ বছরের কাঁথির নানা ঘটনার জীবন্ত দলিল।শান্তনু বাবুর এই প্রচেষ্টা অকুন্ঠ প্রশংসার যোগ্য।সুস্মিত মিশ্র জানিয়েছেন যাঁরা এটা নিতে চান, খুব শীঘ্রই সামান্য অর্থের বিনিময় এই ভিডিও সিডি গুলি তাঁদের হাতে তুলে দেওয়া হবে ।উল্লেখ্য দুই দিন ধরে চলা শিশু চলচ্চিত্র উৎসবের তিনটি করে শোয়ের প্রতিটিতেই এই ভিডিওর কিছুটা করে অংশ দেখানো হয়েছে।যা ছোটদের মন কেড়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন