দীপাবলীর দ্বিতীয় দিনে শুক্রবার সন্ধ্যায় খিচুড়ি ভোগ বিতরন করলো রাজদূত ব্যায়ামাগার।শিবিরের সূচনা করেন বালুচরি লায়ন্স ক্লাবের সদস্য সুরজিৎ নায়ক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,কাঁথি চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তথা বালুচরি লায়ন্স ক্লাবের সদস্য সতীনাথ দাস অধিকারী।
শিবিরটি পরিচালনা করেন রাজদূত ব্যায়ামাগারের সভাপতি ডাঃ শ্রীমন্ত বানিয়া ও সহ সভাপতি আইনজীবি রামকৃষ্ণ পন্ডা।
রাজদূত ব্যায়ামাগারের কোষাধ্যক্ষ তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন ট্রেজারার রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন এদিন প্রায় ৩০০ জন মানুষের হাতে খিচুড়ি ভোগ তুলে দেওয়া হয়েছে।জানিয়েছেন এদের মধ্যে অনেকেই নিরন্ন ও পথ ভিক্ষুক।