কাঁথি লায়ন্স ক্লাবের প্রায় জন্ম লগ্নের সদস্য প্রয়াত প্রকাশ মাইতির স্মরন সভা শুক্রবার কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে অনুষ্ঠিত হয় ।সভায় পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।উল্লেখ্য কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল হাসপাতালের প্রথম থেকেই অ্যাডমিনিস্ট্রেটারের দ্বায়িত্ব পালন করেছেন প্রকাশ বাবু ।তিনি মুগবেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের কাঁথি শাখার দীর্ঘদিন ধরে ম্যানেজারের দ্বায়িত্ব সামলেছেন।কাঁথির আঠিলাগড়ির মুন্ডমারি কালী মন্দির সংলগ্ন নিজ বাসভবনে মঙ্গলবার রাত্রে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।কিছুদিন ধরেই বার্ধ্যক জনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি ।
প্রকাশ মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লক্ষীনারায়ন সাহু।ডা: জি কে ঘোষ,ডা: অনুতোষ পট্টনায়ক,হরিপদ বায়েন,বারিদ বরন মন্ডল,অনিল পন্ডিত,জোন চেয়ারম্যান সুবিমল মাইতি সহ সভায় উপস্থিত সদস্য-সদস্যারা পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।
গানে-কবিতায় ও স্মৃতিচারনার মধ্যদিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের অবজার্ভেন্স কমিটির চেয়ারম্যান অশোক নন্দ