লায়ন্স ডিস্ট্রিক্টে প্রথম স্কিল ফর গ্রোয়িং নিয়ে সেমিনার কাঁথিতে

 



পড়ুয়াদের আরো শিক্ষামুখী করতে এবং তাদের  আরো বেশী করে সামাজিক-মানবিক করে তুলতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম প্রধান প্রকল্প "লায়ন্স কোয়েষ্ট"।এই প্রকল্পের প্রথম ধাপ স্কিল ফর গ্রোয়িং।

শনিবার কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে স্কিল ফর গ্রোয়িং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় ।পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ শিশির মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করেন জোন চেয়ারম্যান সুবিমল মাইতি।ক্লাবের সদ্য প্রয়াত প্রবীন সদস্য প্রকাশ মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বারিদবরন মন্ডল।




স্বাগত ভাষনে কাঁথি লায়ন্স ক্লাবের লায়ন কোয়েষ্ট চেয়ারম্যান সুতপা বায়েন চ্যাটার্জী কেন লায়ন্স ইন্টারন্যাশনাল এমন প্রকল্প নিয়েছে তার বর্ননা করেন ।কেন স্কিল ফর গ্রোয়িং পর্যায়কে বেছে নেওয়া হল তারও বর্ননা দেন তিনি ।উল্লেখ্য বিগত কয়েক বছরে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ - এ স্কিল ফর অ্যাডোলেশান এর উপর বিভিন্ন ক্লাব সেমিনার ও ট্রেনিং প্রোগ্রাম করেছে।কাঁথি লায়ন্স ক্লাব সারা লায়ন জেলায় প্রথম স্কিল ফর গ্রোয়িং পর্যায়ে সেমিনার করলো।কাঁথি শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন নার্সারি স্কুলের ৫০ জন শিক্ষক-শিক্ষিকা এই সেমিনারে অংশ গ্রহন করেছিলেন।সেমিনারে কাঁথি লায়ন্স ক্লাবের সহ সভাপতি অশোক জানা,সম্পাদক তরুনকান্তি মহাপাত্র,প্রাক্তন সভাপতি তথা ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এনামুল আলি খান,প্রাক্তন সভাপতি পীযূষকান্তি চক্রবর্তী,অশোক নন্দ,প্রাক্তন কোষাধ্যক্ষ রাজকুমার দুয়ারী,রাজনন্দিনী মিশ্র প্রমুখ হাজির ছিলেন।





সেমিনারের প্রধান বক্তা ছিলেন লায়ন্স কোয়েষ্টের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অরবিন্দ মালী।করোনা আবহের পরে কেন আরো বেশী করে বিদ্যালয় গুলিতে লায়ন্স কোয়েষ্ট প্রোগ্রাম চালু করা দরকার,স্কিল ফর গ্রোয়িং এর মাধ্যমে কি ভাবে পড়ুয়াদের সার্বিক বিকাশ সম্ভব তা সবিস্তারে তুলে ধরেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অরবিন্দ মালী । এই সেমিনারে অংশ গ্রহনকারী শিক্ষক-শিক্ষিকারা এই উদ্যোগের প্রশংসা করেন ।


    

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন