কাঁথি লায়ন্স ক্লাব,লায়ন্স ক্লাব অফ কন্টাই চৌরঙ্গী ও লায়ন্স ক্লাব অফ কন্টাই যৌথ ভাবে শুক্রবার ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রজেক্ট "আলোয় ভুবন ভরা "কর্মসূচী পালন করলো।
তিনটি ক্লাবের উদ্যোগে বহু গরীব মানুষের এদিন বিনামুল্যে চক্ষু পরীক্ষার ব্যাবস্থা করা হয় ।তিনটি ক্লাবের পদাধিকারীরা এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন