সারা দেশের সাথে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লায়ন্স ক্লাব প্রবল উৎসাহ উদ্দীপনায় সাড়ম্বরে পালন করল দেশের পঁচাত্তর তম স্বাধীনতা দিবস ।
সকালে স্কুল লিল্যান্ড সংলগ্ন মাঠে কাঁথি লায়ন্সক্লাব, কাঁথি লায়নেস ক্লাব ও কাঁথি লিও ক্লাবের সদস্য সদস্যা এবং স্কুল ডি লাইটের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।একই সাথে ঋষি অরবিন্দের জন্মদিন পালন করা হয়।তাঁর প্রতিকৃতিতে চন্দনের টিপ ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন লায়ন্স ডিস্ট্রিক্টের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর অধ্যাপক লক্ষ্মীনারায়ণ সাউ।
পরে দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়।ফলে দু টি ট্যাবলোর একটিতে দেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ইতিহাস এবং একটিতে কাঁথি লায়ন্স ক্লাবের ৪৮ বছরের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরা হয় ।রাতে কাঁথি লায়ন্স ক্লাব,লায়নেস ক্লাব ও লিও ক্লাবের সদস্য সদস্যাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুণ মহাপাত্র ও অবজারভেন্স কমিটির চেয়ারম্যান অশোক নন্দের পরিচালনায় ও সঞ্চালনায় অনুষ্ঠানটি সকলের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে।রাতে আহারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
খুব ভালো
উত্তরমুছুন