রবিবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে রসুলপুর মোড়ে বার্নিং সান ক্লাবে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় শিবির অনুষ্ঠিত হলো।
বার্নিংসান ক্লাবের সভাগৃহে এই ডায়াবেটিস নির্ণয় শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি লায়ন্স ক্লাবের স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান ডাঃ গৌতম কুমার ঘোষ।প্রধান অতিথি ছিলেন কাঁথি পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হরিসাধন দাস অধিকারী ।অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক,কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুন মহাপাত্র,
রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি,কাঁথি লিও ক্লাবের সভাপতি অরিত্র দে প্রমুখ।অতিথিরা তাঁদের ভাষনে বার্নিংসান ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন ।সেই সাথে ডায়সবিটিস রোগ প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগের প্রশংশা করেন ।
বার্নিংসান ক্লাবের সভাপতি স্বপন মাইতি জানিয়েছেন এদিনের শিবিরে প্রায় ১০০ জন মানুষ তাঁদের টেস্ট করিয়েছেন।