পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার পূর্বাঞ্চলে আরও বেশি করে দরিদ্র অসহায় নিরন্ন মানুষের কাছে সেবা পৌঁছে দিতে গড়ে উঠল দারুয়া লায়ন্স ক্লাব ।শনিবার কাঁথি বলাগেড়িয়া ব্যাংকের সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাবের সূচনা হয় ।
কাঁথি পৌরসভার পূর্বাঞ্চলে মুলত সংখ্যালঘুরা বসবাস করেন। বিগত কয়েক বছরে শিক্ষার আলো বাড়িতে বাড়িতে পৌঁছলেও এখানে দারিদ্রতার সংখ্যা এখনো বেশি ।ফলে স্বাভাবিক জীবনযাপনে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয় এই এলাকার বেশির ভাগ মানুষকে সেদিকে লক্ষ্য রেখেই কাঁথি লায়ন্স ক্লাব দারুয়াতে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান লায়ন্স ইন্টারন্যাশনালের শাখা গড়ার উদ্যোগ নেয় ।সেই প্রচেষ্ঠার সফল রূপ লায়ন্স ক্লাব অব কন্টাই দারুয়া।
বলাবাড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সভাকক্ষে এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র । প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর গভর্নর আশিষ সালুই।তিনিই প্রদীপ প্রজ্জ্বলন করে এই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্সের প্রতিকৃতিতে মাল্যদান করেন কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য তথা প্রাক্তন ডিস্ট্রিক গভর্নর লক্ষ্মীনারায়ণ সাউ ।
অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর ভাইস ডিস্ট্রিক গভর্নর পার্থ চ্যাটার্জি,প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর উদয় রঞ্জন সাউ, গৌরীশঙ্কর দেব, সুজিত ঘোষ, মীনাক্ষী মাইতি,জিএমটি কো অর্ডিনেটর অর্ণব মাইতি, রিজিওন চেয়ারম্যান অ্যাপোলো আলী সহ জোন, রিজিওন ও ডিস্ট্রিক্টের অন্যান্য পদাধিকারীরা।
প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা তাঁদের ভাষণে কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও একই সাথে লায়ন্স ক্লাব অব কন্টাই দারুয়ার মঙ্গল কামনা করেন । শহরের পূর্বাঞ্চলের গরিব নিরন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে সংকল্প দারুয়া লায়ন্স ক্লাব নিয়েছে তাকে সাধুবাদ জানান অতিথিরা ।নতুন ক্লাবের সভাপতি সম্পাদক ও ট্রেজারার পদে শপথগ্রহণ করেন যথাক্রমে ফরিদ মল্লিক,আবদুর রহমান মনি ও দীপক দাস।এছাড়াও সহ সভাপতি পদে আলেম আলি খান,টেমার আখতার আলী খান সহ পুরো বোর্ড শপথ গ্রহন করে ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের এক্সটেনশন চেয়ারম্যান অরুণ রায়