অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করল যুবক

 



প্রদীপ কুমার সিংহ 


বাড়িতে মা-বাবা ও স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘাস মারা বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা অন্তগত হাসানপুর অঞ্চলে। মৃতের নাম প্রসেন মন্ডল(৩০)। প্রসেনজিৎ  মন্ডল পেশায় ছিল রাজমিস্ত্রি। প্রসেন বিবাহিত ছিলেন। একটি কন্যা সন্তান আছে। পরিবার সূত্রের খবর, বাড়িতে প্রায় দিন ঝগড়া হতো মা,বাবা ও স্ত্রীর সঙ্গে। 

শেষে 20/6/2021 তারিখে অশান্তি চরমে পৌঁছায়। তারপরে বাড়িতে ঘাস মারা বিষ ছিল সেই খেয়ে  আত্মহত্যা করার চেষ্টা করে। বাড়ির লোক জানতে পেরে আসে পাসে  বাড়ির মানুষকে খবর দেয়। আসে পাশের এলাকার মানুষ এসে  সঙ্গে সঙ্গে প্রসেনকে নিয়ে  বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল আসে। 

সেখানে ভর্তি ছিল এতদিন। সোমবার  সকাল সাড়ে ছটায় মৃত্যু হয়। বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানা পুলিশ প্রসেনের নিথর দেহটি ময়নাতদন্তের  জন্য পাঠায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন