ভোলানাথ চক্ষু হাসপাতালের কোভিড ভ্যাকসিনেশান সেন্টারে টীকা নিলেন জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ

 


নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সহায়তায় ও কাঁথি পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র (ইউপিএইচসি-২) এর ব্যাবস্থাপনায় কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় ভোলানাথ চক্ষু হাসপাতালে চলা কোভিড ভ্যাকসিনেশান সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস ও কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন । 



শনিবার দুপুরে টীকা প্রদান চলাকালীন আচমকা প্রশাসনিক কর্তরা হাসপাতালে আসেন।তাঁরা টীকা নিতে আসা লাইনে দাঁড়ানো মানুষদের সাথে কথা বলেন।জানতে চান সুবিধা-অসুবিধার কথা।জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যদের কাঁথি লায়ন্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি সুস্মিত মিশ্র, সম্পাদক তরুণ মহাপাত্র, ফাস্ট লেডি রাজনন্দিনী নন্দ মিশ্র,সদস্য চম্পক ভট্টাচার্যরা বরন করে নেন। কেন্দ্রের চার সেবিকাদের সাথেও পরিদর্শন কালে কথা বলেন পার্থ বাবু ও মামুদ বাবু। 




জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস ও মামুদ হোসেন লায়ন্স ক্লাবের পরিষেবায় সন্তোষ প্রকাশ করেন। পরে লায়ন্স ক্লাবের কর্মকর্তা গণ ডাঃ পার্থ প্রতিম দাস ও মামুদ হোসেন কে সম্বর্ধনা জ্ঞাপন করেন।পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস ভোলানাথ চক্ষু হাসপাতালে চলা কোভিড ভ্যাকসিনেশান সেন্টারে নিজেও করোনা টীকা গ্রহন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন