কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে রেলস্টেশন চত্বরে বৃক্ষরোপণ

 


কাঁথি এর রেলস্টেশন চত্বর এলাকাকে আরও সবুজ করে তোলার উদ্যোগ নিয়েছে কাঁথি লায়ন্স ক্লাব  ।শনিবারের পর সোমবার ফের রেলস্টেশন চত্বরে গাছ লাগাল কাঁথি লায়ন্স ক্লাব  ।

দ্বিতীয় দিনের এই শিবিরের উদ্বোধন করেন কাঁথি লায়ন্স ক্লাবের এনভারনমেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষ কান্তি চক্রবর্তী  ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র  ,সম্পাদক তরুণকান্তি মহাপাত্র,ট্রেজারার ইন্দ্রনীল সামন্ত, মধুসূদন দাস অধিকারী, কমলেশ মাইতি প্রমুখ  । 

কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং চেয়ারপার্সন তপন সাহু জানিয়েছেন  কাঁথি রেল স্টেশন চত্বরকে সবুজায়নে মুড়ে ফেলার উদ্যোগ নিয়েছে কাঁথি লায়ন্স ক্লাব তাই দফায় দফায় এখানে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে আজ ছাতিম, বকুল ও বট চারা লাগানো হয়  ।

    

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন