কাঁথি লায়ন্স ক্লাবের চিকিৎস্যক দিবস উদযাপন

 


কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার চিকিৎস্যক দিবসের আয়োজন করা হয় ।রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় ও কাঁথি লায়ন্স ক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ শিশির মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই ক্লাবের অতিথি চিকিৎস্যক ও ক্লাবের সদস্য চিকিৎস্যকেরা উপস্থিত ছিলেন।





কাঁথি লায়ন্স ক্লাবের মুখপত্র তপন সাহু জানিয়েছেন ৩৬ জন চিকিৎস্যকের হাতে মানপত্র,পেন,জবা ফুলের গাছ তুলে দিয়ে সম্মান জানানো হয় ।

এদিনের তাৎপর্য তুলে ধরে ভাষন রাখেন ডাঃ অনুতোষ পট্টনায়ক, ডাঃ গৌতম কুমার ঘোষ,ডাঃ রাজর্ষি পন্ডা,ক্লাব সম্পাদক তরুন মহাপাত্র প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের অবর্জাভেন্স  কমিটির চেয়ারম্যান অশোক নন্দ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন