উন্নয়নে গতি বাড়াতে পঞ্চায়েতে বৈঠক বিডিওর

 


কোভিড পরিস্থিতিতে গত দেড় বছর ধরে প্রায় সমস্ত রকম উন্নয়নী কাজ থমকে আছে।সেই পরিস্থিতির বদল ঘটিয়ে কাজের গতি বাড়াতে এবার পঞ্চায়েতে গিয়ে উন্নয়নী বৈঠক করলেন খোদ বিডিও।


 বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লক প্রশাসনের তরফে জুমকি গ্রাম পঞ্চায়েতে সামগ্রিক উন্নয়ন নিয়ে এই বৈঠক হয়। প্রশাসন সূত্রের খবর, জুমকি গ্রাম পঞ্চায়েতে রাস্তাঘাট, একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এমজিএনআরজিএস প্রকল্পে কি পরিমাণ কাজ হয়েছে ও যে সমস্ত কাজ পড়ে রয়েছে সেগুলো দ্রুত করার স্থানীয় পঞ্চায়েতকে  নির্দেশও দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন এগরা-১ এর বিডিও সুমন ঘোষ, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, জয়েন্ট বিডিও সুমন বিশ্বাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন