নিজেদের এলাকার পরিবেশকে প্রাকৃতিক করে তুলতে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর উদ্যোগে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি কর্মসূচিতে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।"এসো শ্যামল সুন্দর" নামের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে কাঁথি লায়নেস ক্লাব বৃক্ষরোপণ করল হিঞ্চি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যুথিকা মাইতি উপস্থিতিতে বিভিন্ন ফুলের চারা লাগানো হয় বিদ্যালয়ে ।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথির লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র, লায়নেস ক্লাবের অ্যাডভাইসার এনামুল আলী খান, লায়নেস ক্লাবের সভাপতি স্বাগতা নন্দ প্রমুখ।
কাঁথি লায়নের ক্লাবের সম্পাদক সুচরিতা চৌধুরী ও ট্রেজারার মৌসুমি দাসের নেতৃত্বে ক্লাবের সদস্যরা বৃক্ষরোপণ করেন ।
হিঞ্চি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যুথিকা মাইতি লায়ন্স ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন