এগরাতে বিধায়ক সম্বর্ধনা

 



বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার নতুন বিধায়ক তরুণ কুমার মাইতিকে সংবর্ধনা দেওয়া হয়। এগরা-২ ব্লকের সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের সানভেড়ী বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। 

পাশাপাশি সানভেড়ী বুথ তৃণমূল কংগ্রেস কমিটির তরফে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে বুথ সম্মেলনের আয়োজনও করা হয়। উপস্থিত ছিলেন দলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন দাস, সর্বোদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি, উপপ্রধান পূর্ণেন্দু শেখর দাস, এগরা-২ ব্লকের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, প্রাক্তন জেলা পরিষদের সদস্য সারদাময়ী দাস ও স্থানীয় বুথ সভাপতি প্রদীপ দাস প্রমুখ। 

এ দিনের সভায় শতাধিক তৃণমূল কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন