মাছের ভেড়ীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

 


পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বামুনিয়া অঞ্চলের ঝাওয়া গ্রামে মাছ চাষের ভেড়ীতে এলাকার বাসিন্দা অজিত মাইতির অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

ঝাওয়া গ্রামের হরিপদ মাইতির মাছের ভেড়ীতে পিতৃহারা বছর ২২ এর অজিত মাইতি কর্মী হিসাবে কাজ করত।গতকাল রাতে খাওয়াদাওয়ার পরে  অজিত মাইতি নামের এই যুবক অন্যান্য দিনের মত  ফিসারীতে ঘুমাতে যায়।

বৃহস্পতিবার সকালে অজিত মাইতির সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির পরে তাঁর মৃতদেহ ভেড়ী থেকে কিছুটা দুরে পাওয়া যায়।এর জেরে ক্ষিপ্ত গ্রামের মানুষজন অজিত মাইতির অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবী তে বিক্ষোভ করেন।

পরে জুনপুট কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দারুয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন ঝাওয়া গ্রামে অজিত মাইতি র অস্বাভাবিক মৃত্যুর তদন্তের  জন্য মহকুমা পুলিশ আধিকারিক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবী করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন