বেতায় মাস্ক ও স্যানিটাইজার বিলি

 


দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আবার রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন। 

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বেতা বাজারে সকালে ক্রেতা বিক্রেতাদের মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়। এ দিন সামাজিক দূরত্ব বজায় রেখে চলে কর্মসূচি। 

তবে অন্যান্য দিনের তুলনায় বাজারে ভীড় খুবই কম ছিল। উপস্থিত ছিলেন সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা মাইতি, উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস ও ব্লক ভিআরপি'র সম্পাদক প্রদীপ কুমার দাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন