ইন্দ্রজিৎ আইচ
গত ১ মে ২০২১ গোবরডাঙা নাবিক নাট্যাম ৪৫ বছরে পদার্পন করলো। ১৯৭৭ সাল থেকে এই দিনটিকে তারা নানা উৎসবের মাধ্যমে উজ্জাপন করে থাকে। কিন্ত এই বছর তারা জন্মদিন পালন করলেন অন্ধকার রিহার্সাল রুমে একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে।
সংস্থার সভাপতি জীবন অধিকারী জানান সারা বিশ্ব আজ গভীর অসুখের সম্মুখীন, প্রতিদিন মানুষের মৃত্যু মিছিল। তাই এই বছর আড়ম্বর নয়, যারা প্রতিদিন করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করছেন তাদের প্রতি শ্রদ্ধা ও যাঁরা এই মহামারীতে আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করে এই দিনটি তারা পালন করলেন।
সংস্থার প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং সংস্থার সম্পাদক অনিল কুমার মুখার্জী দলের ছেলেমেয়েদের করোনা সংক্রান্ত বিষয়ে আরো সচেতন হতে বলেন। সমস্ত রকম সরকারি বিধি মেনে এই দিনটি তারা পালন করলেন।