পারিবারিক অশান্তিঃ বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


বৃহস্পতিবার গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। মৃতার নাম বাসন্তী প্রধান (৬৯)। তার বাড়ী পুর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদা গ্রামে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি কাঁথি হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে। 

স্থানীয়দের থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালের বাড়ীর দোতলার গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় বাসন্তী দেবীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। জানতে পেরে ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরাই মারিশদা থানাতে খবর দেয়।

 পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার ময়না তদন্তে পাঠায়।পারিবারিক অশান্তির জেরেই বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ময়না তদন্ত করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন