দাসপুর কেন্দ্রের সোনামুই ও গৌরায় এসইউসিআই প্রার্থীর প্রচার

 



দাসপুুর কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী জগদীশ মন্ডল অধিকারীর সমর্থনে আজ দলের  স্বেচ্ছাসেবকরা সকালে সোনামুই হাট ও বিকালে গৌরায় প্রচার কর্মসূচিতে সামিল হন। প্রার্থী ছাড়াও ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক, দাসপুর সাংগঠনিক কমিটির পক্ষে বিভা পাল,সুমন্ত সী, দীপঙ্কর মাইতি প্রমুখ। 

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, কৃষক - শ্রমিকের আন্দোলনকে শক্তিশালী করতে , সাম্প্রদায়িক-ফ্যাসিস্ট ও কর্পোরেট স্বার্থরক্ষাকারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃনমুল এবং সুবিধাবাদী কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীদের পরাস্ত করে, দাসপুর ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে গণআন্দোলনের একমাত্র শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

প্রার্থী জগদীশ মন্ডল অধিকারী বলেন, ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবীতে মহকুমা জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে যুক্ত। কেন্দ্র সরকার স্কীমটিতে ছাড়পত্র দিলেও আজো কোনও অর্থ বরাদ্দ করেনি। এই আন্দোলন সহ ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার প্রভৃতি জনজীবনের বিভিন্ন দাবীতে গড়ে ওঠা আন্দোলনকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে ব্যাটারি টর্চ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন