খেজুরি এক ব্লক জুড়ে তৃণমূল প্রার্থীর প্রচারে ঝড়



পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ পার্থ প্রতিম দাসের সমর্থনে খেজুরী-১ ব্লকের মুকুটশীলা ও কন্ঠিবাড়ী বাজারে নির্বাচনী জনসভা আয়োজিত হয়। মুকুটশীলা বাজারের জনসভায় সভাপতিত্ব করেন নির্নল বারিক।

বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, ডাঃ পার্থ প্রতিম দাস, বিমান নায়ক, রাজকুমার সামন্ত, অশ্বিনী মাইতি,নগেন্দ্রনাথ পয়ড়্যা,সুদর্শন মান্না,দীপক ভূঞ্যা প্রমুখ নেতৃবৃন্দ। কন্ঠিবাড়ীর জনসভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মানুদ হোসেন, প্রার্থী ডাঃ পার্থ প্রতিম দাস, সেক নওসাদ,সন্তোষ চৌহান,অরবিন্দ দাস,জয়ন্ত দাস প্রমুখ নেতৃবৃন্দ। 

জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বিজেপির জনবিরোধী নীতির ফলশ্রুতিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিভেদের রাজনীতি র নামে ভোটব্যাংক পরিপুষ্ট করতে চাইছে বিজেপি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জুড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা করার অাবেদন জানান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন