মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যঃ জামিন পেলেন অগ্নিমিত্রা পাল

 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন বিজেপির মহিলা সংগঠনের  নেত্রী অগ্নিমিত্রা পাল ।মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা আদালতে হাজির হয়েছিলেন তিনি ।

উল্লেখ্য গত বছরে ২৪ নভেম্বর তমলুকের জেলা শাসকের  অফিসে ডেপুটেশন দিতে এসেছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল । 

অভিযোগ  সেই কর্মসূচীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুমন্তব্য করেন অগ্নিমিত্রা পল। এরপর ওই মন্তব্যের যেরে তমলুক পৌরসভা এলাকার বাসিন্দা এক তৃণমূল কর্মী তমলুক কোর্টে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মামলা করেন। 

সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ তমলুক আদালতে জামিনের জন্য আসেন। তমলুক কোর্টের বিচারপতি ৫০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেন অগ্নিমিত্রা পাল কে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন