নন্দীগ্রামে বেগমকে হারাবইঃ শুভেন্দু

 



আপনারা সবাই আমার নামে  তুলসী পাতা দিন। নন্দীগ্রামে বেগমকে আমি হারাবই,সোমবার রাতে তমলুক বিধানসভার বিজেপি  প্রার্থী হরেকৃষ্ণ বেরা সমর্থনে কাঁকটিয়া বাজারে সভাতে এ কথা বলেন শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ছটায় নাগাদ কাঁকটিয়া বাজারে একটি দলীয় প্রার্থীর সমর্থনে সভাতে  যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর।

 সেই মতো সন্ধ্যার ৬টার কিছু আগে সভা শুরু হয়ে যায়।কিন্তু নন্দীগ্রামের দলীয় কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা জানার পর নন্দীগ্রামে থাকেন শুভেন্দু অধিকারী। কিন্তু  তমলুকে কর্মী-সমর্থকরা শুভেন্দু অধিকারীর বক্তৃতা শোনার জন্য আগ্রহী।সেই কর্মী-সমর্থকরা রাত ১০টা পর্যন্ত  শুভেন্দু অধিকারীর অপেক্ষায় বসে ছিলেন।

 রাত তখন ১০টা বাজে মঞ্চে  বক্তব্য শুরু করেন শুভেন্দু অধিকারী।  শুভেন্দু বাবু বলেন যে আপনারা সনাতনী হিন্দু।আমার নামে ঠাকুরের কাছে তুলসী পাতা দিন নন্দীগ্রামে বেগমকে হারাবই।বলেন এই অনাচার - অত্যাচার থেকে মানুষ মুক্তি চায় । পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়া আটকাতে আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন