নির্বাচনের আগে ১৪ লক্ষ টাকার গাঁজা উদ্ধার ও দু'জন গ্রেফতার






প্রদীপ কুমার সিংহ 

 রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষীকান্ত বিশ্বাসের নেতৃত্বে ও নরেন্দ্রপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে ১৪ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল।  ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫৫ কেজি গাঁজা ও নগদ ৫ হাজার ৭০০ টাকা। 

ধৃতেরা হল মহম্মদ মোবারক হোসেন ও মহম্মদ সাহিদ দুজনেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর একটা চার চাকার ছোট হাতি গাড়ি করে কাপড় নিয়ে আসছিল উড়িশ্যা থেকে। সেই কাপড়ের ঘাঁটি তলায় এই গাঁজা আনা হচ্ছিল।

 দক্ষিণ 24 পরগনা তে সাপ্লাই দেওয়ার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের লক্ষীকান্ত বিশ্বাসের নেতৃত্বে ও নরেন্দ্রপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাছি একটি ধাবার কাজ থেকে উদ্ধার করে গাড়িটা। ওই গাড়ি থেকে 155 কেজির মত গাঁজা যার আনুমানিক বাজার মূল্য 24 লক্ষ টাকা সেই সঙ্গে 5 হাজার 700 টাকা নগদ এবং একটা মোবাইল ও দু'জনকে গ্রেফতার করে পুলিশ। 

ওই দুজনকে আজকে বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের কাছে আরও তথ্য জানার ব্যাপারে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কোর্টে আবেদন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন