প্রদীপ কুমার সিংহ
আসন্ন বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই। রাজনৈতিক নেতারা নির্বাচনী প্রচার করতে ব্যাস্ত। বারুইপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বারুইপুর পৌরসভার অন্তর্গত ১৭ ওয়ার্ডে প্রায় রোজ প্রচার করেন।
শনিবার বারুইপুর পৌরসভার অন্তর্গত ১০ নম্বর দুই নম্বর ওয়ার্ডের পদযাত্রার করেন বিমান বন্দ্যোপাধ্যায়। ১০ নম্বর ওয়ার্ডের ধামসা মাদল বাজিয়ে এলাকার মানুষকে সাথে নিয়ে পদযাত্রা করেন। শনিবার সন্ধ্যায় বারুইপুর পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তাপস বভ্রের এলাকায় এক বর্ণাঢ্য পদযাত্রা করেন। এই পথযাত্রা শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং শেষ হয় রাত্রি আটটায়। এই পদযাত্রায় ছিল পাঞ্জাবি ভাংড়া নাচ, পুরুলিয়ার ছৌ নাচ।সেই সাতজে খেলা হবে গানের সাথে কর্মী সমর্থকদের নাচ।
এলাকার আবালবৃদ্ধবনিতা সবাই স্বতস্ফূর্ত হয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ। বিমান বাবুকে এক প্রতিবন্ধী মানুষ গলায় মালা পরিয়ে আশীর্বাদ করেন তৃতীয় বারের জন্য বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক হতে পারে যেন। এই বর্ণাঢ্য পদযাত্রা প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে।