নিজের এলাকা ও রাজ্যের উন্নয়নে গতি আনতে বিজেপি প্রার্থীদের জয়ী করুনঃ অরূপ দাস




 ‘‘দিদি বলেন, খেলা হবে। আর মোদী বলেন, বিকাশ হবে। বিজেপি বলে, শিক্ষা হবে। মহিলাদের উত্থান হবে। বিজেপি বলে, যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। চাকরি হবে। পরিষ্কার জল হবে। গ্রামে গ্রামে হাসপাতাল হবে। স্কুল হবে।’’ তাই আপনাদের বেছে নিতে হবে আপনারা কি চান । শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের দলীয় সভায় এই কথা গুলি বলেন দক্ষিন কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দাস । 

প্রার্থী ছাড়াও এই সভায় ধীরেন্দ্র নাথ পাত্র,আদিত্য গাঁতাত সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।

প্রার্থী অরূপ দাস বলেন দিদির কাছ থেকে ১০ বছরের হিসাব চাইছেন বাংলার মানুষ। জবাব দেওয়ার পরিবর্তে সাধারন মানুষের উপরে অত্যাচার চালাচ্ছেন দিদি ও তাঁর ভায়েরা। অভিযোগ করেছেন আমফান ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিলির হিসেব নেই, রেশন দুর্নীতির হিসেব নেই।তাই আপনাদের এবার ভাবার সময় এসেছে। 

একই সাথে প্রার্থী বলেন নিজের এলাকা ও রাজ্যের উন্নয়নে যদি গতি আনতে হয় তাহলে কেন্দ্র-রাজ্যে একই দলের সরকার চাই ।সে কথা মাথায় রেখে শুধু দক্ষিন কাঁথি নয়,রাজ্যের ২৯৪টা আসনেই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন