পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরির সমর্থনে রামনগর-২ ব্লকের কালিন্দী মাঠে কাণ্ডারী মহিলা সমিতির আহ্বানে মহিলা জনসভা আয়োজিত হয়।
সভাপতিত্ব করেন মহিলা নেত্রী শিপ্রা বারিক।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রার্থী অখিল গিরি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, প্রাক্তন জেলা কর্মাধ্যক্ষ দেবব্রত মন্ডল,অরুণ দাস,মোনালিশা ঘোড়াই,মীনমিত্র মীর মমরেজ আলি,সিরাজ খাঁন,স্বপন দাস প্রমুখ নেতৃবৃন্দ।
বিধায়ক তথা প্রার্থী অখিল গিরি বাংলার মেয়ে হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষে তাঁকে আশীর্বাদ করার আবেদন জানান।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন মহিলাদের ক্ষমতায়নের ধারাকে অব্যাহত রাখার জম্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থন করার অাবেদন জানান। প্রকৃত বন্ধু ও দুর্দিনের সাথী অখিল গিরি কে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান মামুদ হোসেন।