শহীদ ই আজম ভগৎ সিং'র ৯১তম স্মরণ দিবস উপলক্ষে ছাত্র সংগঠন ডি এস ও এবং শহীদ ভগৎ সিং আত্মোৎসর্গ উদযাপন কমিটি'র পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, মেচেদা, তমলুক সহ বিভিন্ন স্থানে শহীদ বেদীতে মাল্যদান,নীরবতা পালন,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।