গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক

 




সাংসারিক অশান্তির জেরে নিজের বাড়িতে  গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলোএক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত শংকরপুরে। ব্যক্তির নাম দিলীপ সরদার, (৫৬)। পেশায় ভ্যানচালক। 

স্থানীয় সূত্রে খবর  দিলীপ বাবুর সংসারে অশান্তি লেগেই থাকত। তবে দীলিপবাবু কোন নেশা করতেন না। সোমবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে অশান্তি হওয়ায় পর ঘরের দরজা বন্ধ করে   ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দিলীপ বাবু।  

ঘরের দরজা বন্ধ দেখি উনার স্ত্রী আশপাশে বাড়ির লোককে খবর দেন। স্থানীয় বাসিন্দা দরজা ভেঙে দেখেন দীলিপবাবু সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে দিয়েছে। বিষয়টি জানার পর বারুইপুর থানায় খবর দেয় বারুইপুর থানা খবর পাওয়ার পর পুলিশ গিয়ে দীলিপবাবুকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। 

সেখানে চিকিৎসকরা দেখার পরও মৃত বলে ঘোষণা করে। পুলিশ দীলিপবাবুর দেহটি ময়নাতদন্তে পাঠায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন