বাড়ির বাগানে গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের

 



প্রদীপ কুমার সিংহ 


দুপুরে বাড়ির বাগানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তর্গত কুড়ালিতে। নাম গদাধর মুখার্জি(৪০)।  

পারিবারিক সূত্রে খবর গদাধর বাবু রাজমিস্ত্রীর সঙ্গে  জোগাড়ের কাজ করতেন। তিনি বিবাহিত, এবং তিন ছেলেমেয়ে আছে। মঙ্গলবার দুপুরে বাড়ির বাগানে স্থানীয় একটি লোক দেখতে পান প্রথমে। তিনি বাড়ি ও আশেপাশের লোক কে খবর দেয়। 

এলাকার লোকেরা বারুইপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে গদাধর বাবুর দেহটি নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকরা দেখার পর মৃত বলে ঘোষণা করে। পুলিশ গদাধর বাবুর দেহটি নিয়ে ময়নাতদন্তে পাঠায়। যদি পারিবারিক সূত্রে খবর গদাধর বাবু মানসিক রোগী মাথায় সমস্যা ছিল তার জন্য হয়তো এই কাজ করেছে। পুলিশ এই ব্যাপারে তদন্ত করে দেখছে।

অপরদিকে রেললাইনে আত্মঘাতী হল এক গৃহবধু।ডাউন ক্যানিং লোকালের সামনে আত্মঘাতী হলেন এই গৃহবধু। মৃতের নাম দীপালি মণ্ডল(৪০)। ঘটনাটি ঘটে বুধবার সকালে চম্পাহাটি স্টেশনের কাছে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 

সোনারপুর জি আর পি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।  স্থানীয় সূত্রে খবর মহিলার বাড়ি চম্পাহাটি খ্রিস্টান পাড়ায়।তারা আরও  বলেন প্রায় সময় মহিলা বাইরে বেড়িয়ে আসত। বাড়িতে তাঁর ছেলে আর ছেলের স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। পুলিশের

প্রাথমিক তদন্তে অনুমান,পারিবারিক অশান্তির জেরেই এই আত্মহত্যা। ঘটনার তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন