গোসাবাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিনব প্রচার




 

প্রদীপ কুমার সিংহ 

গোসোবায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর অভিনব কায়দায় ভোট প্রচার সারলেন আজ। এই আসনটিতে  আর কয়েকদিন পরেই ভোট। এই ভোটের জন্য রাজনৈতিক দলের প্রার্থীরা সবাই নেমে পড়েছে ভোট প্রচারে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর লঞ্চে করে তার ভোট প্রচার সারলেন। 

বহু তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী এই প্রচারে যোগ দিয়েছিলেন। গোসবায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য এই লঞ্চে ব্যবহার করতে হয়। সেই জন্যেই এই লঞ্চে ভোট প্রচার করার জন্যই জয়ন্ত নস্কর লঞ্চে বেছে নিয়েছেন। তবে নদীর পাড়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছিল এই ভোট প্রচার দেখার জন্য।  

এই আসনটিতে বিজেপি প্রার্থী বরুণ প্রামানিক ও ভোট প্রচারে নেমে পড়েছেন কয়েকদিন আগে থেকেই। প্রসঙ্গত এই গোসোবা আসনটি  গতবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর  জয় লাভ করে ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন