গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া ,কোভিডে আক্রান্ত মৃত গ্রামীন চিকিৎসকদের পরিবারকে বীমা সহ ক্ষতিপূরন প্রদান, গ্রামীন চিকিৎসকদের বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দেওয়া সহ চার দফা দাবীতে আজ মেডিক্যাল সার্ভিস সেন্টার(এম.এস.সি.) ও প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (পি.এম.পি.এ.আই.)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়।
প্রতিনিধিদলে ছিলেন ডাঃ জয়দেব ঘড়া,ডাঃ রামপদ সাঁতরা,ডাঃ অর্জুন ঘোড়ই প্রমুখ।
