জন্মদিনে​ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল স্মরণ



শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে।সোমবার ছিল  মেদিনীপুরের মুকুটহীন সম্রাট "দেশপ্রাণ" বীরেন্দ্রনাথ শাসমলের ১৪০তম (একশো চল্লিশ)জন্মদিন। মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়। এদিন সকালে  মেদিনীপুর জজকোট ক‍্যাম্পাসে  অবস্থিত দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তির সামনে সমন্বয় সংস্থার সদস্য-সদস‍্যারা উপস্থিত হয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

 দেশপ্রাণ  সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংস্থার ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা । দেশপ্রাণের আবক্ষ মূর্তিতে মাল‍্যদান করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম বর্ষীয়ান সদস্য  অনাদি কুমার জানা।বীরন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, ইউনিটের সহ-সম্পাদক অমিতাভ দাস, কার্যনির্বাহী সমিতির অন্যতম সদস্য অতনু মিত্র, অমিত কুমার সাহু ইউনিটের সদস্যা সোনালী ঘাঁটা ,সদস্য  ইন্দ্রদীপ সিনহা, নরসিংহ দাস প্রমুখ। 

এছাড়াও উল্লেখ সমন্বয় সংস্থার উদ্যোগে কাঁথি ও কলকাতাতে দেশপ্রাণকে শ্রদ্ধাজ্ঞাপন​ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন