মগরাখালের উপর ক্রশ বাঁধঃসমস্যায় মৎস্যজীবিরা

 




পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর ক্রশ বাঁধ থাকায় জোয়ারের জল ঢুকতে পারে না। জোয়ারভাটা না খেলায় শত শত মৎস্য চাষীদের মাথায় হাত।

সেচ দপ্তরের অধীন মগরাখালের উপর জেলা পরিষদ আরআইডিএফ প্রকল্পে কামারবেড়িয়া-দক্ষিণ কশাফলিয়া (আমিরাবাদ)কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজে ঠিকাদার কে বরাত দিয়েছে। ঠিকাদারের টালবাহানায় বছরের পর বছর ব্রিজ নির্মাণের কাজ চলতেই আছে। 

বর্ষার সময়ে ক্রশ বাঁধ থাকায় জমাজলে চাষবাস ক্ষতিগ্রস্থ হয়।শুখা মরশুমে জোয়ারভাটা না খেলায় মাছ চাষের দফারফা অবস্থা হয়।পঞ্চায়েত বা প্রশাসনের কোন হেলদোল নেই। মৎস্য চাষীদের মাথায় হাত। স্হানীয় অধিবাসী তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলা পরিষদের নির্বাহী বাস্তুকার ও সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে ক্রশ বাঁধ অপসারণ করে মৎস্য চাষীদের জীবন-জীবিকা র সুরাহার অনুরোধ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন