রামনগরে স্ত্রীকে গলা কেটে খুনঃদোষী সাবস্ত স্বামী

 


স্ত্রীকে গলায় নলি কেটে হত্যার ঘটনার স্বামীকে দোষী সাবস্ত করলো কাঁথি মহকুমা আদালত। দীর্ঘ পাঁচ বছর বিচার প্রক্রিয়া চলার পর সোমবার কাঁথি অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক শঙ্কর মনি ত্রিপাঠী অভিযুক্ত স্বামী আসবার খাঁনকে দোষী সাবস্ত করেন। 

অভিযুক্তের বাড়ি রামনগর থানার দক্ষিণ মুকুন্দপুর গ্রামে। মঙ্গলবার এই মামলার অভিযুক্তের সাজা ঘোষনা করবেন বিচারক।

আদালত সুত্রে জানাগেছে, গত ২০১৬ সালের ২১  জানুয়ারী স্ত্রীকে গলার ছুরি দিয়ে নলি কেটে দেয় স্বামী আসবার। গৃহবধুর  চিৎকার শুনে শ্বশুরবাড়ি লোকেরা ছুটে এলে অভিযুক্ত সেখান চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে পড়ে থাকে ওই গৃহবধু। 

খবর পেয়ে ছুটে আসে রামনগর থানার পুলিশ। গৃহবধুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিনা বিবিকে (২২) মৃত বলে ঘোষনা করেন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়। ওই দিন রাতেই রামনগর থানার লিখিত অভিযোগ দায়ের করেন মৃত রবিনা বাবা হাবিবুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন