পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লক পরিযায়ী শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা দের নিয়ে দুরমুঠ বকুলতলায় এক আলোচনা সভা আয়োজিত হয়। সেই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী প্রবীর বেরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সেক সফিউল, সেক সাত্তার, অসিত মন্ডল, রাজু বেরা প্রমুখ নেতৃবৃন্দ। পরিযায়ী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান, খাদ্যসামগ্রী প্রদান ও আর্থিক অনুদান প্রদান ইত্যাদি দাবীসমূহ পূরণের লক্ষ্যে প্রশাসনিক মহলে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলা শাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে পরিযায়ী শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবীদাওয়া পূরনের অনুরোধ জানিয়েছেন।