ঋণের বোঝা সহ্য করতে না পেরে হতাশায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক যুবক। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের দুরমুঠ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবক বিপ্লব বেরা (৩৫)।
জানা গেছে, নানা কারনে দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বাড়তে থাকায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন এই যুবক।এই পরিস্থিতিতে আজ সকালে বাড়ি মধ্য থেকে লাইলন দড়ি ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।