হোসিয়ারি শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনুসারে অবিলম্বে রেটবৃদ্ধি কার্যকর, প্রভিডেন্ট ফান্ড, ই এস আই চালু সহ শ্রমিকদের ৩ দফা দাবিতে আজ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের কোলাঘাট ব্লক কমিটির পক্ষ থেকে কোলাঘাট ব্লকের বি ডি ও এবং শ্রম দপ্তরের ন্যূনতম মজুরি পরিদর্শকের নিকট বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি পেশ করা হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি মধুসূদন বেরা,যুগ্ম সম্পাদক নেপাল বাগ ও তপন কুমার আদক প্রমূখ। বিডিও মদন মন্ডল, ন্যূনতম মজুরি পরিদর্শক পার্থ ঘোষ স্মারকলিপি গ্রহণ করে দাবির যৌক্তিকতা স্বীকার করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মধুসূদন বেরা, নারায়ন চন্দ্র নায়ক, নেপাল বাগ।