প্রদীপ কুমার সিংহ
মুদিখানার দোকানে সকাল বারোটার সময় আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখবে দমকল বিভাগ।
ভয়াবহ আগুনে ভস্মীভূত হল দুটি দোকান। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বারুইপুর থানার শাসন স্টেশন সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডে। এলাকার লোকজন দমকলে ও বারুইপুর থানায় খবর দেয়। বারুইপুর থেকে দমকলের একটি ইঞ্জিন পুলিশ এলাকায় আসে। এলাকায় জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় দমকলের কর্মীদের। অনেক দুরে পুকুর থেকে হোস পাইপের মাধ্যমে জল এনে আগুন নেভাতে হয়।
কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। যদিও হতাহতের কোন খবর ছিল না। ঘটনাস্থলে যান বিদায়ী পুরপিতা বিকাশ দত্ত। স্থানিয় ও পুলিশ সুত্রে খবর, রাধাকৃষ্ণ ভান্ডার দোকানের পিছনে দোতলা থেকে আগুনের বেরোতে দেখেন বাসিন্দারা। এই দোকানেরই লাগোয়া গুদাম সহ আর একটি স্টেশনারি দোকান। মুহূর্তের মধ্যে দুটি দোকানেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়।
পুরপিতা বিকাশ বাবু বলেন ,দোকানের দোতলায় বৈদ্যুতিক ওয়ালিং এর কাজ হচ্ছিল সকালে। তা থেকে কোনভাবে আগুন লেগে যায়। দোকানের অনেক জিনিসের ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি। তবে কত টাকা ক্ষতি হয়েছে তা বলতে পারেনি দোকানে মালিক এ বাবা।
-