পাঁশকুড়ার খণ্ডখোলা গ্রাম পঞ্চায়েতের চাকদহ মৌজায় বেআইনি একটি মাছের ঝিল তৈরি করাকে কেন্দ্র করে এলাকার অনিচ্ছুক কৃষকরা গড়ে তোলেন চাকদহ মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটি। ইতিমধ্যে কমিটির পক্ষ থেকে জেলা -মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়েছে।
ওই পরিপ্রেক্ষিতে ইচ্ছুক কৃষকরা মিনি ডিপটিউবওয়েলের জলে যারা চাষ করেন, তাদের কাউকে কাউকে জল দিতে বাধা সৃষ্টি করে। জল না দেওয়ার বিষয়টি খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর অবশ্য ঝিল তৈরীর উদ্যোক্তারা এ ব্যাপারে আর কোন সমস্যা তৈরি করেনি। ইতিমধ্যে বিভিন্ন জমিতে বোরো চাষ হয়েছে।
এই অবস্থায় গতকাল (১৪/০২/২০২১)সকাল এগারোটা নাগাদ ঝিল মালিক ৭ টি ট্রাক্টর মেশিন নামিয়ে ঝিল খননকার্য শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে আজ অনিচ্ছুক কৃষকদের সংগঠন কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে পাঁশকুড়ার বিডিও এবং বি এল এ্যান্ড এল আর ও' কে অভিযোগ দায়ের করা হলে দপ্তরের পক্ষ থেকে আজ বিকালে আর.আই. ঘটনাস্থলে যান। কিন্তু ঘটনাস্থলে উভয়পক্ষের বিরাট জমায়েত থাকায় আর.আই ফিরে আসেন।
তমলুক মহকুমা মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক স্বাধীন মান্না বলেন, বেআইনি এই মাছের ঝিল তৈরির বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবে।