কাঁথি লায়ন্স ক্লাবের মেগা স্বাস্থ্য শিবির

 



পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুরে কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল ।

মাজিলাপুর অরুনোদয় সংস্থার ব‍্যাবস্থপনায় শুক্রবার এই শিবির অনুষ্ঠিত হয়েছে।এই শিবিরে বিনামুল্যে  রক্তের সুগার নির্ণয়, চক্ষু,দন্ত ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল কাঁথি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা,  ডাঃ রাহুল দেব জানা,  অশোক নন্দ ও  চক্ষু চিকিৎসক ডাঃ অমল চন্দ্র জানা।






শিবিরটি পরিচালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের সহ সভাপতি অশোক জানা,মাজিলাপুর অরুনোদয় সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর মাল,সম্পাদক দিলীপ কুমার মাইতি,রতন মাল,অরুন পন্ডা প্রমুখ।

কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুনকান্তি মহাপাত্র জানিয়েছেন এদিনের শিবিরে বিভিন্ন বিভাগে প্রায় ৩৫০ জন মানুষ অংশ গ্রহন করেন ।জানিয়েছেন শিবিরকে ঘিরে আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত ।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন