ডিওয়াইএফআই ও এসএফআইয়ের মিছিল

 




প্রদীপ কুমার সিংহ 

 সিপিআইএম এর ছাত্র সংগঠন এস এফ আই ও যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে বুধবার  বারুইপুর পদ্মপুকুর সিপিআইএমের জেলা পার্টি অফিসে থেকে বারুইপুর থানা অন্তগত টংতলা পর্যন্ত মিছিল হয়।  প্রায় সাড়ে তিন কিলোমিটার  মিছিল হয়। কারণ টং তলার ওখানে বামফ্রন্ট সরকার যখন পশ্চিমবাংলায় ছিল তখন ওখানে জমি অধিগ্রহণ করেছিল। 

জেলা সদর দপ্তর হওয়ার কথা ছিল বামফ্রন্ট সরকারের আমলে।  শুধু জেলা সদর দপ্তর নয় ওখানে গবেষণাগার , কল কারখানা, এবং বিভিন্ন ধরনের সরকারি  অফিস , কোম্পানি হওয়ার কথা ছিল । কিন্তু তৃণমূল কংগ্রেসের ১০ বছর পশ্চিমবাংলা সরকারে থাকার পরেও এই জেলা সদর দপ্তরে সম্বন্ধে কিছুই করছে না। 

প্রত্যেকবার নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস ও বিজেপি নতুন করে কল-কারখানা করার কথা বলে। কিন্তু ওরা আদৌ কিছু করে না। এসএফআই জেলা সম্পাদক বলেন যদি আমরা ২০২১ এ পশ্চিমবাংলা সরকার গঠন করতে পারি তাহলে টংতলা সদর দপ্তর হবে। শিল্প হবে গবেষণাগার হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন