কাঁথি লায়ন্স ক্লাবের নতুন সদস্য সুপ্রকাশ গিরি

 



কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য পদ গ্রহন করলেন সুপ্রকাশ গিরি।রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির ছেলে তথা কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য সুপ্রকাশ।রবিবার কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সদস্য করা হয় ।




সভায় পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর মীনাক্ষ মাইতি,রিজিওন চেয়ারম্যান অ্যাপোলো আলি,জোন চেয়ারম্যান সুবিমল মাইতি।সুপ্রকাশ গিরিকে শপথ বাক্য পাঠ করান এদিনের ইন্ডাকশান অফিসার তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বারিদ বরন মন্ডল।উল্লেখ্য লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর অন্যতম প্রাচীন লায়ন্স ক্লাব হল কাঁথি লায়ন্স ক্লাব।আগামী দুই বছরের মধ্যে ৫০ বর্ষে পদার্পন করবে এই ক্লাব।




শপথের পরে সুপ্রকাশ গিরিকে লায়ন পিন পরিয়ে ও পুষ্প স্তবক দিয়ে বরন করে নেওয়া হয় ।পরে নিজের ভাষনে সুপ্রকাশ গিরি বলেন কাঁথি লায়ন্স ক্লাবের সাথে যুক্ত হতে পেরে তিনি গর্বিত।ক্লাবের উন্নতিতে তিনি সর্বত ভাবে পাশে থাকার আশ্বাস দেন ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন