বেকার যুবককে এন্ড্রয়েড মোবাইল ফোন 'উপহার'




 ফের মানবিক ব্লকের সহ-সভাপতি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান তাঁর নিজস্ব ভাতা থেকে  অসহায় এক শিক্ষিত বেকার যুবককে এন্ড্রয়েড মোবাইল ফোন 'উপহার' তুলে দিলেন। 

শনিবার মঞ্জুশ্রী অঞ্চল প্রাঙ্গণে সুমন ঘোড়াই নামের এক শিক্ষিত বেকার যুবককে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। তবে নতুন ফোন পেয়ে খুবই আপ্লুত ওই যুবক। মোবাইল ফোন পেয়ে সুমন জানায়, ইন্টারনেটের যুগে কাজে খুবই সুবিধা হবে। 

উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূলের আহ্বায়ক আইজাদ হোসেন, দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারী, দলের অঞ্চল মহিলা সভানেত্রী ছবিতা শাসমল, চন্দন জানা, নিধুরাম গিরি,  কালীপদ বর প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন