বি. এম. ফাইন আর্ট অ্যান্ড কালচার এর উদ্যোগে শীতকালীন বস্ত্র দান



পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দুবদা গ্রামে বি. এম. ফাইন আর্ট অ্যান্ড কালচার এর উদ্যোগে ও সংস্থার ব্যতিক্রমী প্রকল্প ড্রেস ব্যাংক এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার কিছু দুঃস্থ ও অসহায় মানুষদের শীতবস্ত্র(কম্বল) ও পরিবেশকে দূষণমুক্ত করতে কিছু চারা গাছ উপহার দেওয়া হলো।

 এই কর্মসূচীতে নেতৃত্ব দেন সংস্থার কর্ণধার ছিলেন  বিষ্ণু মাইতি । সঙ্গে ছিলেন দেবাশিস পালধী, সৈকত মল্লিক, তিতাস দাস ও গ্রামের সুহৃদয় ব্যাক্তিবৃন্দ ।

অসহায় ও দিনদরিদ্র মানুষদের শীতকালিন ঠান্ডার প্রকোপ থেকে বাঁচাতে ও সমাজকে সবুজ বার্তা দেওয়াই ছিলো এদিনের প্রধান কর্মসূচী।

সংস্থার পক্ষ থেকে কর্ণধার বিষ্ণু মাইতি জনসাধারণকে তাদের পাশে থেকে সাহায্য ও উৎসাহের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানান

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন