প্রদীপ কুমার সিংহ
পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও বাংলার চারিদিকে মহিলারা নির্যাতন হচ্ছে। তারই প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা আজ বারুইপুর ফুলতলা বিডিও অফিসের সামনে দিয়ে একটা বাইক মিছিল হয়।
মিছিল হবার কথা ছিল বিডিও অফিস থেকে রাস মাঠ পর্যন্ত দু কিলোমিটার। কিন্তু দিশাহীন ভাবে রাস মাঠ থেকে চক্রবর্তী পাড়ার ভেতর দিয়ে নলগোরা ভেতর দিয়ে সোজা মদারাট কালিতলা হয়ে সিদ্ধেশ্বরী কালী দত্তপাড়া ভেতর থেকে ভট্টাচার্যী পাড়া ভেতর থেকে এক দিশাহীন মিছিল করে।
প্রায় ৬ কিলোমিটার এই বাইক মিছিল হয। পুলিশ সূত্রে খবর এই মিছিলে রাস মাঠ পর্যন্ত দু কিলোমিটার মিছিল হবার অনুমতি ছিল। কিন্তু 6 কিলো মিটার উপরে এই মিছিল হয়।