পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লক এর দিঘা মোহানায় মৎস্যজীবীদের জালে উঠলো বিশালাকৃতির তেলিয়া ভোলা মাছ।
এই দিন অজিত হাজরা কাটায় এই ২৫ কেজির মাছটি ১৩ হাজার টাকা কিলো দরে বিক্রি হয়।কলকাতা এস এফ টি কোম্পানি মোট ৩লক্ষ ২৫ হাজার টাকা কিনে নেয়।
মূলত এই মাছ ঔষধ তৈরীর কাজে ব্যবহৃত হয় বলে বিদেশের বাজারে এর চাহিদা তুঙ্গে।