বিনা অনুমতিতে অনিচ্ছুক কৃষকের জমিতে ভেড়ি, থানায় নালিশ

 


 পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের খন্ডখোলা গ্রাম পঞ্চায়েতের চাকদহ মৌজায় এক মাছের ঝিল মালিক বিনা অনুমতিতে চাষ নষ্ট করে ঝিল খননের কাজ শুরু করেছে বলে অভিযোগ। এই অভিযোগ জানিয়ে আজ অনিচ্ছুক কৃষকদের কয়েকজন পাঁশকুড়া থানার আই.সি.'র কাছে অভিযোগ দায়ের করেন। 

তাদের আরো অভিযোগ, ওই কৃষকদের সাথে কোন কথা না বলেই, অনুমতি না নিয়েই তাদের এই মরসুমের চাষের ফসল নষ্ট করে ঝিল মালিক তার পেটোয়া লোকজনদের সহযোগিতায় গতকাল মাটি খননের কাজ শুরু করেছে। অবিলম্বে ওই দোফসলী জমিতে ঝিল খননের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজ পাঁশকুড়া থানায় অনিচ্ছুক কৃষকদের একাংশ অভিযোগ দায়ের করে।

প্রসঙ্গত উল্লেখ্য, চাকদহ মৌজায় এই ঝিল খননের বিরুদ্ধে অনিচ্ছুক কৃষকরা "চাকদহ মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটি "গঠন করে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালাচ্ছে। তারা ইতিমধ্যে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের কাছেও জমা দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন